Home BREAKING NEWS চতুষ্কোণ প্রেমে রক্তাক্ষয়ী সংঘর্ষ, আহত দুই

চতুষ্কোণ প্রেমে রক্তাক্ষয়ী সংঘর্ষ, আহত দুই

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ ত্রিকোণ প্রেমের বিষয়ে সচরাচর শুনতে পাওয়া গেলেও প্রেমের আকার যে চতুর্ভুজও হতে পারে তার একটা দৃষ্টান্ত পাওয়া গেল। প্রেমের জালে আবদ্ধ হয়ে গভীর রাতে ত্রয়ী আক্রমণে গুরুতর আহত এক যুবক। জানা গেছে পশ্চিম লক্ষীবিল লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাতে আচমকাই এক সংঘর্ষ বাঁধে। আর এই সংঘর্ষে লিপ্ত হয় অভি মিয়া, সাদ্দাম হোসেন ও ফারুক মিয়া। মূলত অভি মিয়ার বাড়ির সম্মুখে বাঁধে এই খন্ড যুদ্ধ। পরবর্তী সময় এই খন্ড যুদ্ধ রক্তক্ষয়ী আক্রমণের আকার ধারণ করে। আর তাতে অভি মিয়া ও ফারুক মিয়ার যৌথ আক্রমণে গুরুতর আহত হয় সাদ্দাম মিয়া। বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সাদ্দাম হোসেন। ঘটনার সূত্রপাত খুঁজতে গিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে মূলত অভি মিয়ার স্ত্রী অপর ২ ফারুক মিয়া ও সাদ্দাম হোসেনের সাথে অবৈধ প্রেমে লিপ্ত। আর এই বিষয়টিকে সামনে রেখে বাধে এই খন্ড যুদ্ধ। অভিযোগ রয়েছে অভি মিয়া ও ফারুক মিয়া মিলে সাদ্দাম হোসেনকে রড জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। যার ফলে গুরতর ভাবে জখম হয় সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের শরীরে পাঁচ ছয়টি ক্ষত রয়েছে এবং মাথাতেও প্রচন্ড আঘাত রয়েছে। তাছাড়া ধস্তা ধস্তিতে ধারালো রোড এর একটি আঘাত অভি মিয়ার হাতেও লাগে। ঘটনাস্থল থেকে কোনও ক্রমে পালিয়ে কিছুটা দূরে গিয়ে রাস্তার পাশে পড়ে যায় সাদ্দাম হোসেন। পরে তাকে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর জিবিপি হাসপাতালে রেফার করে দেয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানা পুলিশ এবং অভিযুক্ত অভি মিয়া ও ফারুক মিয়াকে আটক করে নিয়ে আসা হয় থানায়। অভিযুক্ত ফারুক মিয়া শাসক দলের সংখ্যালঘু মোর্চার বিশালগড় মন্ডলের সাধারণ সম্পাদক। আর এই ঘটনায় রাতভর উত্তপ্ত ছিল গোটা এলাকা। পরে গ্রেপ্তার করা হয় অভি মিঞা এবং ফারুক মিঞাকে। বিশালগড় থানায় ৩২৬,৩০৭,৩৪ আইপিসি ধারায় মামলা গ্রহন করা হয় যার নাম্বার ৬১/২০২৩। অভিযুক্তদের ২৪শে মে পর্যন্ত জেল কাস্টডিতে পাঠায় বিশালগড় জেলা ও দায়রা আদালত।

You may also like