ধর্মনগরঃ বাই-সাইকেল চড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর মারে আহত মা ছেলে।আহতরা যথাক্রমে রুসনা বেগম ও ইকবাল হোসেন।ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের ঝেরঝেরি এলাকায়। জানা গেছে,গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ ঝেরঝেরি এলাকার বাসিন্দা নজরুল ইসলামের এগারো বছরের ছেলে ইকবাল বাই-সাইকেল চড়ছিল।তখন প্রতিবেশী নুরুল হক চৌধুরী পিতা আছাদ উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি সাইকেল চড়তে ইচ্ছে প্রকাশ করলে ইকবাল সাইকেল দিতে আপত্তি জানায়।তখন তাকে ঐ ব্যক্তি মারধর করে বলে অভিযোগ। পরদিন শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ ছেলেকে নিয়ে মা রুসনা অভিযুক্ত ঐ ব্যক্তির বাড়িতে গিয়ে তার বাবার কাছে বিচার চাইলে বাবার সামনেই ঐ ব্যক্তি মহিলাকে মারধর সহ শাড়ি কাপড় খোলে ফেলে বলেও অভিযোগ।পরে দৌড়ে প্রানে বাঁচেন মা ছেলে।পড়ে এ মর্মে কদমতলা থানায় অভিযুক্ত নুরুল হক চৌধুরী ও তার পিতা আছাদ উদ্দিন চৌধুরীর নামে লিখিত মামলা দায়ের করেন। পাশাপাশি বর্তমানে আহত অবস্থায় কদমতলা সামাজিক হাসপাতালে চিকিৎসাধীন ঐ মহিলা।আহত মহিলা ও তার স্বামী জানিয়েছেন,অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। তাছাড়া তাদের ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসক সিটি স্ক্যান করানোর কথা বললেও তাদের পক্ষে তা অসাধ্য।তাই তারা ঘটনার সুবিচারের দাবি জানিয়েছেন।