আগরতলাঃ প্রদেশ কার্যকারিনী বৈঠকের ঠিক আগের দিন দলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাংবাদিক সম্মেলন ঘিরে জোড় রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে গেছে রাজ্যে। তাঁর বক্তব্যের সারমর্মে উঠে আসে দলে বহিরাগতদের অনুপ্রবেশ , সাথে গোষ্ঠী কোন্দলের জেরে দুর্বল হচ্ছে সংগঠন। হঠাৎ বিপ্লব কুমার দেবের এই সাংবাদিক সম্মেলনে আবারো বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে বিপ্লব কুমার দেবের ঠান্ডা লড়াই এর ইঙ্গিত উঠে এলো। ২০২৩ এর নির্বাচনের আগে হঠাৎ করেই বিপ্লব কুমার দেবকে সিংহাসনচ্যুত করে রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব তুলে দেয়া হয়েছিল ডঃ মানিক সাহার হাতে এবং ২০২৩ এর নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকারের দায়িত্ব তুলে দেওয়া হয় ডক্টর মানিক সাহার হাতেই। আর তারপর থেকেই দলের মধ্যে বিপ্লব বনাম মানিকের চাপা গুঞ্জন শোনা গেছে বহুবার। এর ফলে সংগঠনে এখন বিপ্লব অনুরাগী এবং মানিক অনুরাগীদের মধ্যে চলছে চাপা লড়াই। আর প্রদেশ কার্যকারিনী বৈঠকের ঠিক আগে বিপ্লব কুমার দেবের এই সাংবাদিক সম্মেলন তুলে ধরল বহু প্রশ্ন। তবে বহিরাগত বলতে কাকে ইঙ্গিত করলেন বিপ্লব কুমার দেব? সংগঠনের দুর্বলতার দায়ভার কার উপর দিতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ? তার এই সাংবাদিক সম্মেলন বহু প্রশ্নের জন্ম দিল, যার উত্তর খোঁজার দাবি উঠবে এখন সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে। লোকসভা নির্বাচন এবং ধনপুরের উপনির্বাচনের আগে বিপ্লব কুমার দেবের এই সাংবাদিক সম্মেলন অনেকটাই তাৎপর্য বহন করে।