বিশালগড়ঃ
নেশা কারবারিরা সাবধান । শুরু হয়ে গেছে অভিযান। পুলিশ সদর দপ্তরের নির্দেশে নেশার বিরুদ্ধে আপোষহীন অভিযানে নেমেছে ত্রিপুরা পুলিশ। আগামী এক সপ্তাহ ধরে চলবে চিরুনী তল্লাশী অভিযান। নিশানায় কৌটা বানিজ্যে যুক্ত নেশা কারবারিরা। ব্রাউন সুগান, হেরোইন সহ ইয়াবা টেবলেট। গন্ধহীন এই বিষাক্ত নেশার জালে আবদ্ধ হয়ে তিলে তিলে ধ্বংস হচ্ছে রাজ্যের যুবসমাজ। আর এই তালিকায় অন্যতম নাম বিশালগড়। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ কোন ভাবেই পার পেতে পারবে না সমাজ ধ্বংসকারী এই সমাজদ্রোহীরা। শনিবার থেকে শুরু হয়ে গেছে অভিযান । প্রথম দিনেই ঝটিকা অভিযান চলে বিশালগড় অফিসটিলার সুব্রত দাস নামে এক নেশা কারবারির বাড়িতে । তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২১০টি কৌটা, ১৮০টি নেশার টেবলেট, ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বিশালগড় পুলিশ। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে এদিন এই অভিযানে পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত নেশা কারবারীরা হল সুব্রত দাস, বাড়ি বিশালগড়ের অফিসটিলায়, প্রসেনজিত দাস, বাড়ি পুর্ব লক্ষীবিল এবং বিদ্যুৎ সরকার, বাড়ি মধ্য লক্ষিবিল এলাকায়। তারই সাথে বিশালগড়ের ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক জানান আগামী এক সপ্তাহ স্পেশাল অভিযান জারি থাকবে , এর পাশাপাশি অবশ্যই প্রতিক্ষনেই নেশার বিরুদ্ধে তৎপর থাকার নির্দেশ রয়েছে উপর মহল থেকে।
শনিবার নেশার বিরুদ্ধে আরও দুটি অভিযানে উঠে আসে সাফল্য। ২টি আমতলি থানার অভিযানে মহেশখলা এলাকা থেকে ১১২ টি ইয়াবা টেবলেট সহ আটক করা হয় বিমল দাস, সঞ্জিব সাংমা এবং মিটন মালাকার নামে তিন যুবককে। এবংব ৩য় অভিযানটি এডি নগর থানার। ৮০টি ব্রাউন সুগারের কৌটা এবং ৪০০টি ইয়াবা টেবলেট সহ এডি নগর ১১ নং রোড এলাকা থেকে আটক করা হয় বিশ্বজিৎ বনিক নামে এক ব্যক্তিকে।