বিশালগড়ঃ নববর্ষের প্রথম থেকেই তীব্র দাবদাহে পুড়ছিল গোটা রাজ্য। আর তারই মধ্যে আচমকা কালবৈশাখী ঝড় এর আগমন ঘটে রাজ্যে। আর তাতে স্বাভাবিকভাবেই ক্ষয়ক্ষতির শিকার হয় বহু এলাকা। এই ঝড়ে বিশালগড় মহকুমা এলাকার ঘনিয়ামারা, মধুপুর সহ বেশ কয়েকটি এলাকা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির বিবরণ হাতে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল মহকুমা প্রশাসন। মূলত যে যে এলাকাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাতে ক্ষতিগ্রস্তদের নাম নির্ধারণ করে খুব বেশি ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে তাৎক্ষণিক সাহায্যের জন্য কিছু অর্থরাশি তুলে দেয় মহকুমা প্রশাসন। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস শনিবার ঘনিয়ামারায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তাৎক্ষণিক সাহায্যের জন্য কিছু অর্থরাশি তুলে দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান বর্তমানে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে আপাতত যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিবরণ সংগ্রহ করে তাদেরকে সামান্য অর্থ সাহায্যের জন্য তুলে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় সঠিকভাবে সকল ক্ষতিগ্রস্তদের বিবরণ সংগ্রহ করে ক্ষতির পরিমাণ এর উপর নির্ধারণ করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।