সাব্রুমঃ আরো একটি মর্মান্তিক মৃত্যুতে শোকের আবহ। জলে পরে শিশু মৃত্যুর ঘটনা প্যাই ঘটছে রাজ্যে। আর প্রতিটি ক্ষেত্রেই উঠে আসছে অভিভাবকদের খামখেয়ালীপনা । ক্ষনিকের অসতর্কতা বয়ে নিয়ে আসছে জীবনের চরম দুঃসংবাদ। এবার শুক্রবার দুপুর একটা নাগাদ সাব্রুম থানাধিন বেতাগা এলাকার সুবল পাড়াতে চার বছরের একটি শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায় শিশুর কন্যাটির নাম আরোশী ত্রিপুরা, বয়স চার বছর, পিতা জয় মোহন ত্রিপুরা । বাড়ির লোক এর অনুপস্থিতিতে শিশুটি বাড়িতে থাকা একটি জলের ট্যাংকিতে পড়ে যায়। শিশুটির মা বাড়ি ফিরে এসে দেখে তার অবুঝ মেয়েটি ট্যাঙ্কির জলে ভেসে আছে। সাথে সাথে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সেই হৃদয় বিদারক খবর শোনায়। আবারো একটি অবুঝ শিশুর এই পরিনিতিতে শোকের ছায়া নেমে আসে।