কুমারঘাটঃ
মন্ত্রীর দাবড়ানিতে অবশেষ মাঠে নামল পুলিশ। গরু পাচার চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করা শুরু করল ত্রিপুরা পুলিশ। রাজ্যজুড়ে অবৈধ গরু পাচারের একটা বিশাল রেকেট পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে বিন্দাস কাজ করে যাচ্ছে। রাজ্য থেকে প্রতিদিন প্রচুর সংখ্যায় গরু পাচার হচ্ছে বাংলাদেশে। আর এই চক্রের সাথে বহুবার সীমান্ত রক্ষা বাহিনির যোগসাজেশও উঠে এসেছে। তবে রাজ্য প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীত্বের দায়ভার গ্রহণ করে এই অবৈধ গরু পাচারের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেন সুধাংশু দাস। বেশ কয়েকবার দেখা গেছে তিনি নিজে রাস্তায় দাড় করিয়ে পর্দা ফাঁস করেছেন এই দুষ্ট চক্রের। অবশেষে মন্ত্রীর চাপে মাঠে নামল ত্রিপুরা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে কুমারঘাট থানার পুলিশ ধর্মনগরের দিক থেকে আসা টি আর ০১ এ ভি ১৬৩০ নম্বরের একটি ছয় চাকার লরি আটক করে তল্লাশি চালিয়ে মোট ১২ টি গরু আটক করে, তার সাথে গাড়ির চালক নাজমুল হককে পুলিশ জিজ্ঞাসা করলে সে স্বীকার করে সোনামুড়া সীমান্ত দিয়ে গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আরো জানা গেছে বার্মা থেকে দামছড়া হয়ে মজফফর নগরে গরুগুলি মজুদ করা হয়। পরে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গরুগুলি বাংলাদেশে পাচার করা হয়।