ধর্মনগরঃ বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশ নয়াপাড়া এলাকার নেতাজী পাড়ার এক ভাড়া বাড়ি থেকে হেরোইন সমেত এক যুবককে আটক করে।ধৃত যুবকের নাম রাধা মানিক হালাম(৩০)।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে জানিয়েছেন,গোপন খবরের ভিত্তিতে ধৃতে ঘর থেকে পুলিশ তিনটি সাবানের বাক্সে মোট ৩২ গ্রাম হেরোইন সমেত বিপুল পরিমাণে খালি কৌটা, নগদ ৩০ হাজার ৯০০ টাকা উদ্ধার হয়েছে।পুলিশ ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তার বাড়ি যৈথাং গির্জার পাশে। সে ধর্মনগরে ভাড়াটিয়া হিসাবে ভাড়া থাকতো। এই ঘটনায় ধর্মনগর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।সাথে ধৃতকে শুক্রবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে স্হানীয় থানার পুলিশ।