Home BREAKING NEWS মানবতা আজও বেঁচে আছে পরিচয় দিলেন বুথ সভাপতি

মানবতা আজও বেঁচে আছে পরিচয় দিলেন বুথ সভাপতি

by News On Time Tripura
0 comment

ঋষ্যমুখঃ মানবিকতা যে রাজনীতির উর্ধ্বে তা আবারো প্রমাণ করলো ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের এক নং বুথের বিজেপির সভাপতি রাজীব দত্ত । সাথে ছিলেন বুথ স্তরের অন্যান্য কার্যকর্তারাও । এক অসহায় সর্বশান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবতার নজির গড়ে সাধুবাদ কুড়িয়ে পেল বুথ সভাপতি । সাধ্য অনুসারে অর্থ দিয়ে টিন, বাঁশ, কাঠ কিনে এনে ঘরের মিস্ত্রিকে দিয়ে বসত ঘরের টিনের চাল নির্মাণ করে দিল এক নং বুথ সভাপতি । ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের এক নং বুথ বরোজ কলোনী এলাকা নিয়ে সীমানা বিন্যাস হলেও এই বুথ এলাকা টি বিলোনিয়া পৌরপরিষদের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত। বিগত কিছু দিন আগে হঠাৎ দমকা হাওয়ায় বরোজ কলোনী এলাকার বাসিন্দা বীনা দত্তের বসত ঘরের টিনের ছাউনি উড়ে যায়। অভাব অনটনের সংসার । যা রোজগার হয় নুন আনতে পান্তা ফুরায়। তাই বসত ঘরের নতুন করে টিনের ছাউনি দেওয়ার ক্ষমতা ছিল না বীনা দত্তের পরিবারের। বসত ঘর আছে কিন্তু উপরে টিনের ছাউনি নেই । টিনের ছাউনি নেই অবস্থায় পরিবার নিয়ে রাত দিন যাপন করছে খোলা আকাশের নিচে । বুথ এলাকায় বাড়ি বাড়ি কর্ম সুচি করতে গিয়ে বুথ সভাপতির নজরে পরলো বীনা দত্তের করুন অবস্থা। বাড়ির মালিকের সাথে কথা বলেন বুথ সভাপতি রাজিব দত্ত । সেই দিন কোন আশ্বাস ছাড়াই চলে গেলেন বুথ সভাপতি। আশ্বাস ছাড়াই যে যে কাজ করা যায় তা আবারো প্রমাণ করে দিলো বুথ সভাপতি। অবশেষে মঙ্গলবার সকালে ১ নং বুথ সভাপতি রাজীব দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা টিন, বাঁশ, কাঠ , কিনে ঘরের মিস্ত্রি নিয়ে হাজির বীনা দত্তের বাড়িতে। এরপরেই রাজ মিস্ত্রির সাথে হাত লাগায় বুথ সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। কয়েক ঘন্টার মধ্যেই বীনা দত্তের বসত ঘরের ছাউনি হয়ে যায়। নতুন করে ঘরের টিনের ছাউনি দেখে খুশিতে আত্মহারা বিনা দত্ত সহ বিনা দত্তের পরিবার । বুথ সভাপতির এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato