কাঞ্চনপুরঃ সাংবাদিকের মুখোমুখি ভোট বয়কটের কথা জানালেন গ্রামবাসী। কাঞ্চনপুর মহকুমার বুকে নতুন একটি চিত্র নিয়ে কথা বলব আমরা।। তৎকালীন সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের নজরে আসেনি গ্রামবাসীদের চোখের জল।। মুখে মুখে উন্নয়ন বাস্তবে কি মিলেছে তার প্রতিবেদন।। প্রশ্ন থাকছে আপনাদের সামনে মিলিয়ে নেবেন চিত্র দেখে।। শাসকদলের নিম্ন নেতা থেকে শুরু করে মন্ত্রীদের মুখে শুধু উন্নয়ন আর উন্নয়ন,, গ্রাম থেকে পাহাড় সর্বত্রই হচ্ছে শুধু উন্নয়ন।। ২৫ বছর কেন্দ্রীয় বঞ্চনা শুনেছিল রাজ্য বাসির সাথে কাঞ্চনপুর বাসিও।। কিন্তু এবার কোন বঞ্চনায় পড়তে হচ্ছে গ্রামবাসী তার কোন সন্ধান পাওয়া যায়নি এখনো বহুবার স্থানীয় ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ তুলে ধরলেও গ্রামবাসীদের কথা কানে দেয় নি দশদা আর ডি ব্লক কর্তৃপক্ষ।। দশদা বাজার সংলগ্ন বাজারের পেছনপাড়ায় ৪০ পরিবারের স্থানীয় বসতি রয়েছে,, তারা তৎকালীন সময় থেকে বহু সমস্যার সম্মুখীন হয়ে জীবনযাপন করে আসছেন কিন্তু ঐ পাড়ায় যাওয়ার একমাত্র মূল সড়কটির নির্মাণ কাজ এখন পর্যন্ত করেনি সরকার কর্তৃপক্ষ।। এই মূল সড়কটি ধরে প্রতিদিন জাতি জনজাতি উভয় অংশের মানুষের আসা-যাওয়া রয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী । মঙ্গলবার সকালে সাংবাদিক ডেকে গ্রামবাসীরা দুঃখের কথা প্রকাশ করে নজর কাড়লেন স্থানীয় বিধায়ক তথা বর্তমান রাজ্যসরকারে।। তারা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে নিজ অর্থ খরচে এবার গ্রামীণ রাস্তা নির্মাণ করতে হচ্ছে গ্রামবাসীদের তাই আগামী নির্বাচনে আমরা আমাদের ভোট বয়কট করব।