বিশালগড়ঃ সাংবাদিকতা একটা পেশা নয়, ইহা একটি সামাজিক দায়বদ্ধতা। সাধারন মানুষ যখন সিস্টেম এবং রাজনীতির গ্যাঁড়াকলে নিজেদের অস্তিত্ব হারায় তখন সংবাদ মাধ্যম তার কলমের শক্তির জোড়ে বিপ্লব আনে। সাংবাদিকদের উপর সমাজের পিছিয়ে পরা মানুষের আশা ভরসা । তাদের বিশ্বাস সরকার , প্রশাসন এবং সর্বপরি সমাজের অন্যায়ের বিরুদ্ধে গিয়ে তার জন্য কলম ধরবে একজন সাংবাদিক। তবে কতিপয় অসাধু সাংবাদকর্মীদের লোভ এবং অনৈতিকতার দায়ভার কোনোভাবেই সংবাদ প্রতিষ্ঠানকে কুলশিত করতে পারে না। মঙ্গলবারের এক প্রভাতী সংবাদ পত্রে বিশালগড় প্রেস ক্লাবকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশের পর রীতিমত চাঞ্চল্য ছরায় বিশালগড়ে। অভিযোগ ছিল বিশালগড় মহকুমার চড়িলামের এক মেলার জুয়ার আসর থেকে বিশালগড় প্রেসক্লাবের নাম করে কতিপয় সাংবাদিক উৎকোচ গ্রহন করেছে। খবরের জেরে তদন্তে নামে বিশালগড় প্রেস ক্লাব। তদন্ত ক্রমে বেড়িয়ে আসে বিশালগড় প্রেস ক্লাবের এক সাংবাদিক অলক আহমেদ চৌধুরী চড়িলামের মেলা কমিটি থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করে।
তবে এই কর্মকান্ডের সাথে প্রেসক্লাবের কোন যোগসূত্র নেই। একজন অসাধু সাংবাদিকের অনৈতিক কাজের দায়ভার কোনোভাবেই প্রেসক্লাবের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। মঙ্গলবার এই বিষয় নিয়ে প্রেসক্লাবের একটি বিশেষ বৈঠকে অলক আহমেদ চৌধুরীর অন্যায় প্রমানিত হয়। তাছাড়া এই সাংবাদিকের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে নেশা সংক্রান্ত বিষয় এবং প্রেসক্লাবের অফিস গৃহে অন্যায়ভাবে তালা দেওয়ার মত অভিযোগের ভিত্তিতে আগে থেকেই তাকে সো কজ করা হয়েছিল বিশালগড় প্রেস্ক্লাব থেকে। তবে মঙ্গলবার একটি প্রভাতী সংবাদপত্রে এই খবর প্রকাশিত হবার পর তার সত্যতা যাচাই করে প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অলক আহমেদ চৌধুরীকে বিশালগড় প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়। এই বিষয়ে বিস্তারির জানিয়েছেন বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ এবং সম্পাদক তাজুল ইসলাম।