কৈলাশহরঃ
ঊনকোটি জেলায় চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দুদিনে জেলায় করোনা আক্রান্ত ৫জন। জেলায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিলেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার।
১৫ই এপ্রিল ঊনকোটি জেলার পেঁচারতলের অধীন নবীন ছড়া এলাকার দুজন স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করার জন্য উত্তর জেলার পানিসাগর মহকুমা হাসপাতালে গেলে তাদের সহ অপর এক ব্যাক্তির শরীরে শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। যদিও ওপর ব্যক্তির ট্রাভেল হিস্ট্রি রয়েছে কিন্তু নবীন ছড়ার দুজনের কোন ট্রাভেল হিস্ট্রি ছিল না। অপরদিকে ১৭ই এপ্রিল সোমবার নবীন ছড়া এলাকায় আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের সন্ধান পাওয়া যায়। এ ব্যাপারে ঊনকোটি জেলা সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ জানান সমস্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তর অবগত রয়েছে। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন। তাদের প্রয়োজনীয় ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা। স্টেট সার্ভিলেন্স অফিসার নিজে পরিদর্শন করেছেন। তিনি আরো জানান, জেলার স্বাস্থ্য দপ্তর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী চলতি মাসে ইতিমধ্যেই কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য মগ ডিল সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ বিষয়টি জেলাশাসক সহ ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি সকলের কাছে কোভিড আচরণ বিধি মেনে চলার পাশাপাশি কোন ধরনের লক্ষণ দেখা গেলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা করার আবেদন রাখেন। বেশ কিছুদিন রাজ্যবাসী কোভিড আতঙ্ক থেকে মুক্ত থাকলেও বর্তমানে রাজ্যে বেশ কয়েকটি কোভিড আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।