বিশালগড়ঃ রাজ্যজুড়ে অতিরিক্ত তাপ প্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৮ই এপ্রিল, ২০২৩ থেকে ২৩শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।