মুঙ্গিয়াকামীঃ
প্রসব ব্যথায় কাতর ২০ বছরের তরুণী সন্তান সম্ভবা এক গৃহবধুকে এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মাঝপথেই সন্তান প্রসবের ঘটনা ঘটলো, বর্তমানে মা এবং নবজাতক উভয়ই সুস্থ রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রুবিনা দেববর্মা (২০) নামের এক সন্তান সম্ভবা গৃহবধূকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এম্বুলেন্সে করে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে মাঝপথে মহিলা এম্বুলেন্সেই সন্তান প্রসব করে ওই গৃহবধূ। এরপর মহাকুমা হাসপাতালে নিয়ে আসার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা মা এবং শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে জানান মা এবং নবজাতক উভয়ই সুস্থ রয়েছে। এম্বুলেন্সেই এক তরুণী গৃহবধুর সন্তান প্রসব হওয়ার খবরে মুহূর্তের মধ্যেই ব্যাপক কৌতুহল ছড়িয়ে পড়ে সর্বত্র।।