বিশালগড়ঃ গুন্ডামি মাস্তানি করে এবার আর এই রাজ্যে পাড় পাওয়া যাবে না। পুলিশকে একটিভ হবার আহ্বান মুখ্যমন্ত্রীর। সমাজদ্রোহী এবং নেশা কারবারিদের বিরুদ্ধে আবারো কড়া হুশিয়ারি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার । সুত্রের খবর এক দুই মাসের মধ্যেই রাজ্যজুড়ে সমাজদ্রোহী এবং নেশা কারবারিদের বিরুদ্ধে আপোষহীন পদক্ষেপ গ্রহন করতে চলছে রাজ্য সরকার। আর এই বিষয়ে পুলিশকে ফ্রি হেন্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনায় কোনায় গজিয়ে উঠা কৌটা ব্রাউন সুগারের বিরুদ্ধে কঠোর দমন নীতি নিয়ে নামছে রাজ্য প্রশাসন। গুন্ডামী করে সমাজকে ধ্বংস করে রাজ করার দিন শেষ। আপোষহীন মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ শীঘ্রই আসন্ন। আর এই বিষয়ে রাজ্যের সাধারন মানুষকেও সোচ্চার হবার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। পাড়ায় পাড়ায় যারাই নেশার বানিজ্যের সাথে এবং অসামাজিক গতিবিধিতে যুক্ত তাদের বিরুদ্ধে সংগবদ্ধভাবে নামার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ।