গন্ডাছড়াঃ বিজু চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। আদিকাল থেকেই এই উৎসবের প্রচলন চলে আসছে রাজ্যে । প্রত্যেক বছর এই উৎসব পালন করা হয়ে থাকে। বিজু মূলত তিন দিন ফুল বিজু, মূলবিজু, এবং গোচ্ছে পোচ্ছে বিজু। আজ ছিল প্রথম দিন ফুল বিজু। সকল প্রাণীর মঙ্গলার্থে আজকের এই ফুল বিজু দিনে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত অন্যান্য জায়গার সাথে ধলাঝাড়ী মৈত্রী বদ্ধবিহার কমিটির উদ্যোগে সকাল ছয় ঘটিকায় একটি রেলি করে গিয়ে সরমা নদীতে ফুল ভাসানো হয়। চাকমা সমাজের কৃষ্টি সংস্কৃতিকে আরো আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য এবং প্রত্যেকের সাথে মেলবন্ধন স্থাপনে আজকের এই ফুল ভাসানো উৎসব একটা বিরাট মুহূর্ত বলা চলে। ফুল ভাসানো শেষে সবাই একত্রিত হয়ে ধলাঝাড়ী মৈত্রী বৌদ্ধ বিহারে এসে মিলিত হয়, তারপর বৌদ্ধ বন্দনা, ভিক্ষু বন্দনা শেষে পঞ্চশীল প্রার্থনা করা হয়। বিজু উৎসবকে কেন্দ্র করে আজকের এই ফুল বিজু দিনে ছোট বড় সবার মনে আনন্দের বাতাবরণ লক্ষ্য করা গেছে।