চুরাইবাড়িঃ নাবালিকা মেয়েকে অপহরণ করতে এসে গাড়ি সমেত আটক অসমের দুই যুবক।ধৃতরা যথাক্রমে আজমল হোসেন(২৪) পিতা আব্দুল মুকিত।বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বান্দরকুনা এবং নাজিম উদ্দিন(২৬) পিতা আব্দুল হক।বাড়ি নিলাম বাজারের কেউট কোনা এলাকায়।অপর দুই পলাতক যুবক শামীম আহমেদ(১৮) পিতা ছাদ উদ্দিন এবং সামসুদ্দিন (১৮) পিতা নিজাম উদ্দিন। দুজনের বাড়ি ফুলবাড়ী গ্রামের চার নং ওয়ার্ডে।এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন ফুলবাড়ী এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় ফুলবাড়ী এলাকার স্হানীয় জনগণ চৌদ্দ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরনের সময় AS01FB/4722 নম্বরের প্রাইভেট গাড়ি সমেত অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও নিলাম বাজারের আজমল ও নাজিম নামের দুই যুবককে আটক করেন।তবে সেখান থেকে ফুলবাড়ী এলাকার শামীম ও সামসুদ্দিন নামের অপর দুই যুবক পালিয়ে যায়।পরে চুরাইবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত দুই যুবক সহ অপহরণ কান্ডে ব্যবহৃত গাড়িটি থানায় নিয়ে যায়। এদিকে নাবালিকার বাবা চুরাইবাড়ি থানায় লিখিত আকারে একটি অপহরনের মামলা দায়ের করেছেন। লিখিত অভিযোগ পেয়ে স্হানীয় থানার পুলিশ ১৫ নম্বরের ভারতীয় দন্ডবিধির সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। অপরদিকে এই মামলার তদন্তকারী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।সাথে পালিয়ে যাওয়া অপর দুই যুবককে জালে তুলতে পুলিশ তদন্ত জারি রেখেছে।