Home BREAKING NEWS অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, আবারো শিশু সহ আটক ৫ রোহিঙ্গা

অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, আবারো শিশু সহ আটক ৫ রোহিঙ্গা

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

তেলিয়ামুড়া’য় বিএসএফ ইন্টালিজেন্সের হাতে শিশু, মহিলা সহ আটক মোট পাঁচ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। ঘটনার জেরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া’য়।
ঘটনা সোমবার তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশন চত্বরে।
ঘটনার বিবরণে জানা যায়,,, বিএসএফের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে’র কর্মীদের তৎপরতায় তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বরে অভিযান চালিয়ে শিশু মহিলা সহ মোট পাঁচজনের কথাবার্তায় অসংলগ্নতা প্রত্যক্ষ করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে তারা আদতে বাংলাদেশী রোহিঙ্গা। তারা অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছে। এরপর বিএসএফ ইন্টালিজেন্ট ব্রাঞ্চের কর্মীরা আটককৃতদের তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে হস্তান্তরিত করে।
পরবর্তীতে,, তাদের তেলিয়ামুড়া জিআরপি পুলিশ এবং বিএসএফ ইন্টালিজেন্ট ব্রাঞ্চের কর্মীরা জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে তারা ভারতের ত্রিপুরার বিশালগড় বর্ডার সংলগ্ন এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। মূলত তাদের গন্তব্য স্থল ছিল ব্যাঙ্গালোর। শিশু মহিলা সহ যে পাঁচজন রোহিঙ্গা অনুপ্রবেশকারী আটক হয়েছে তারা হল– মোহাম্মদ রশিদ, পারমিন বেগম, মোহাম্মদ উসমান ও খাইরুল আমিন সহ একটি ২ বছরের শিশু কণ্যা রয়েছে।
শেষ খবর লেখা পর্যন্ত আটক ব্যক্তিরা কেন ভারতের পাড়ি দিয়েছিল এবং কোথায় যাচ্ছিল বা তাদের সাথে আর কে কে ছিল, কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল , এই সমস্ত বিষয়গুলা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জিআরপি ডিএসপি সৌমেন সরকার।
তবে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশে করার পেছনে মূলত কি কারণ রয়েছে নাকি কোন সন্ত্রাসী কার্যকলাপকে বাস্তব রূপ দিতে তাদের ভারতে অনুপ্রবেশ সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে সঠিক তদন্তের মধ্য দিয়ে। তবে জিআরপি ডিএসপি জানিয়েছেন,, মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে।

You may also like