Home BREAKING NEWS তেলিয়ামুড়ায় হাতির আক্রমনে আবারো আহত এক

তেলিয়ামুড়ায় হাতির আক্রমনে আবারো আহত এক

by News On Time Tripura
0 comment

তেলিয়ামুড়াঃ

ফের একবার বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক অটো চালক। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার বনদপ্তরের অধীন তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়কের মালাকার বস্তি এলাকায়।
ঘটনায় জানা যায় মাইগঙ্গা এলাকার অটোচালক গৌতম কুমার শীল উত্তর মহারানীপুর থেকে তেলিয়ামুড়া আসার পথে কৃষ্ণপুরের মালাকার বস্তি এলাকায় হাতির আক্রমণের শিকার হয়। সে জানায় হঠাৎই রাস্তার মধ্যে তার পথ আটকায় একটি বন্য হাতি। তড়িঘড়ি করে প্রাণ বাঁচাতে হাতি থেকে পাশ কাটিয়ে আসার সময়ই হাতির আক্রমণে অটো উল্টে যায়। আহত হয় অটোচালক। এমন সময় রাস্তা দিয়ে অন্যান্য গাড়ি ও বাইক চলছিল। তখন লোকজন দেখে হাতিটি জঙ্গলে গা ঢাকা দেয়। তখন পথ চলতি জনগণ তাকে সেখান থেকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনী সেখান থেকে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চলছে তার চিকিৎসা। তবে প্রতিদিন ওই এলাকার রাস্তা ধরে সন্ধ্যার পর হাতির আনাগুনায় যাত্রী সাধারনের মধ্যে এক প্রকার আতঙ্কের বিরাজ করছে প্রতিনিয়ত। বেশকিছু মৃত্যুর ঘটনাও ঘটে গেছে ওই রাস্তা ধরে সন্ধ্যার পর বনদপ্তর এর পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তবে বনদপ্তর কর্তৃক বিগত দিনগুলিতে অনুষ্ঠান করে সাংবাদিকদের ডাকিয়ে এনে হাতির শরীরে রেডিও কলার লাগিয়ে হাতির অবস্থান সম্পর্কে জানার উদ্যোগ গ্রহণ করার কথা ছিল। কিন্তু তা এখন পর্যন্ত অধরা রয়ে গেল। যার কারনে হাতির অবস্থান সম্পর্কে আগাম কোন খবর পাওয়া যাচ্ছে না যার ফল স্বরূপ সন্ধ্যার পরই এই রাস্তা ধরে প্রতিনিয়ত হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। যদি বন দপ্তর কর্তৃক ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে আজ আর এই দুর্ঘটনার ও কবলে পড়তে হতো না অটো চালককে। হয়তোবা আজ অটোচালক অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে এলো ওই এলাকা থেকে। আগামী দিন আরো ভয়ঙ্কর রূপ ধারণ হতে পারে বলে অভিজ্ঞ মহলে গুঞ্জন।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato