কৈলাশহরঃ গাজার পাশাপাশি হেরোইন,কোকেন সহ আধুনিক মারাত্মক নেশা সামগ্রীর কাল সাম্রাজ্য আজ রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পরেছে। অধিকাংশের বিরুদ্ধেই কোন পদক্ষেপ গ্রহণ না করলেও কিছু কিছু ক্ষেত্রে পুলিশের ভূমিকা দেখা যাচ্ছে। এবার বড় সাফল্য পেল কৈলাশহর থানার পুলিশ । গোপন সূত্রের খবরে কৈলাশহর থানার পুলিশ ভগবাননগর ৩ নং ওয়ার্ড এলাকায় গিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে হিরোইন বাজেয়াপ্ত করে । পাশাপাশি পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে নয়টি সুটকেস ও 185 টি হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করে, যার ওজন 98.66 গ্রাম এবং বাজার মূল্য সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা । সংবাদে প্রকাশ সোমবার কৈলাশহর থানার ইনিসপেক্টর মিকেলা ডারলঙ্গের কাছে গোপন সূত্রে খবর আসে যে ভগবাননগর তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জমশেদ আলী সহ তিনজন প্রচুর পরিমাণে হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরপর কৈলাশহর থানার পুলিশ এবং কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ঘটনাস্থলে গিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে ওই তিন ব্যক্তি কৈলাশহর থানার হেফাজতে রয়েছে । উক্ত বিষয় নিয়ে কৈলাসহর মহকুমা অধিকারী ধ্রুব নাথ জানান।