খোয়াইঃ জেলা হাসপাতালের ডাস্টবিনে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ —: জেলা হাসপাতালের ডাস্টবিনে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খোয়াই জুড়ে।ঘটনা সোমবার সকালে খোয়াই জেলা হাসপাতালে।এদিন জেলা হাসপাতালের সাফাই কর্মীরা প্রতিদিনের মতো কাজে এসে মহিলা ওয়ার্ডের লাগোয়া টয়লেট ব্লকের সামনে একটি ডাস্টবিন ভেতরে একটি সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ দেখতে পায়।ডাকনা খোলার সাথে সাথেই তারা শিশুকন্যাটির মৃতদেহ দেখতে পেয়ে আঁতকে উঠেন।সাফাই কর্মীরা তৎক্ষণাত বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়।জেলা হাসপাতালের ডাস্টবিনের ভেতরে সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানান,যে সব প্রসূতি গত কয়েকদিনে সন্তান প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে,এডমিশন রেজিস্টার অনুসারে তারা সবাই হাসপাতালেই নির্দিষ্ট ওয়ার্ডেই আছে।কেউ সদ্যজাত সন্তান সহই হাসপাতালে রয়েছে।আবার কেউ সন্তান প্রসবের অপেক্ষায় রয়েছে।কোন প্রসূতি নিখোঁজ নেই।তাহলে কি বাইরে থেকে হাসপাতালের ভেতরে এসে এই কান্ড ঘটিয়ে চলে গেছে! তাহলে হাসপাতালের সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই তো রহস্য উন্মোচন করা সহজ হবে।আবার এটাও প্রশ্ন উঠেছে যে, জেলা হাসপাতালে তো দিবারাত্র সর্বক্ষণের জন্য বেসরকারী নিরাপত্তা রক্ষী ও কখনো কখনো বিশেষ প্রয়োজনে থানার পুলিশও মোতায়েন থাকে।তাহলে বাইরে থেকে এরকম কেউ ভেতরে ঢুকে যেতে পারলো কিভাবে?ঘটনাটির রহস্য উন্মোচনের দাবী উঠেছে স্থানীয় বিভিন্ন মহল থেকে।শাসকদল বি জে পি- র মন্ডল সভাপতি তথা বিধানসভা নির্বাচনে বিজিত প্রার্থী সুব্রত মজুমদার ঘটনা শুনে জেলা হাসপাতালে ছুটে গিয়ে মেডিকেল সুপার ডাঃ রাজেশ দেববর্মার সাথে এ বিষয়ে কথা বলেন ও প্রয়োজনীয় তদন্ত করে বিষয়টির রহস্য উদ্ঘাটনের দাবী জানান।