আগরতলাঃ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে সদর এসডিপিও পশ্চিম থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে সোমবার আগরতলার মাস্টার পাড়া এলাকার বিশু চক্রবর্তীর বাড়িতে হামা দিয়ে প্রচুর পরিমাণ ফেনসিডিল আটক করার গ্রেফতার করা হয় বিশু চক্রবর্তী সহ আরো দুজনকে। ঘটনার প্রসঙ্গে সদর এসডিপিও অজয় কুমার দাস বলেন …