শান্তিরবাজারঃ
শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলিজের অনুরাম পারাতে পানীয় জল না পাওয়াতে পথ অবরোধ এ বসে এলাকার মহিলারা।
ঘটনার বিবরণে প্রকাশ এই অনুরাম পাড়াতে দীর্ঘ কয়েক মাস যাবত পানীয় জলের সমস্যাতে ভুগছে এলাকার সাধারণ জনগণ।
DWS দপ্তর কে দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসলেও এরা পানীয় জলের সমস্যার কোন স্থানীয় সমাধান করে দিচ্ছে না বলে অভিযোগ। যার কারণে এলাকাবাসীরা ক্ষুব্দ হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয়।
ঘটনার খবর পেয়ে দেবদারু ফানি থানার ওসি ঘটনার থলে উপস্থিত হয়। এবং এলাকা জনগণের সঙ্গে কথা বলে উনি ঘটনা নিয়ন্ত্রণে আনে।