চড়িলামঃ জংলী মাশরুম খেয়ে গুরতর অসুস্থ্য একই পরিবারের পাঁচজন সদস্য। ঘটনা চরিলাম বিধানসভার ধারিয়াথল এডিসি ভিলেজের পুরান লেম্বুতলী এলাকায়। ঘটনার বিবরনে জানা গেছে শনিবার দুপুরে জঙ্গল থেকে তুলে আনা বিষাক্ত উল রান্না করে খায় সঞ্জীব দেব্বর্মার পরিবারের সদস্যরা। তারপর বিকেল থেকে হঠাৎ করে সকলের বমি শুরু হয়। সঙ্গে সঙ্গে তাদের সকলকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় সঞ্জীব দেব্বর্মার পরিবারের তিন বছরের শিশু সহ মোট পাঁচ জন অসুস্থ হয় । অসুস্থরা হল মেনকা দেববর্মা, সঞ্জীব দেববর্মা, বিপ্লব দেববর্ম, অ্যাঞ্জেলিনা দেববর্মা এবং শিশু চম্পা দেববর্মা। অসুস্থদের প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।