সাব্রুমঃ
লালচান পাড়ায় পুলিশের সহযোগিতায় খালি করা হলো অবৈধভাবে দখল করে নেওয়া TFDPC-র জায়গা
শুক্রবার সাব্রুম থানার ওসি জয়ন্ত কুমার দে তত্ত্বাবধানে বিশাল পুলিশ বাহিনী এবং মহকুমা প্রশাসনের দুজন ডিসিএম যথাক্রমে মনোজ প্রভাকর পাল এবং নকুল পালের নেতৃত্বে সাব্রুমের সাতচাঁদ ব্লক অন্তর্গত পূর্ব জলেফার লালচান পাড়ার এক নম্বর ওয়ার্ডে TFDPC এর জায়গা যা বৈধভাবে দখল করা হয়েছিল বলে অভিযোগ করা হয় টিএফডিবিসির পক্ষ থেকে তা খালি করা হয়, উক্ত অভিযানে বনদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মানস পাল।বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় উক্ত এলাকার লুধুয়া RPS এর অন্তর্গত আনুমানিক ৪০ থেকে ৪২ কানি রাবার বাগান অবৈধভাবে দখল করা হয়েছিল এলাকার ২৭ পরিবারের লোকের দ্বারা,তৈরি করা হয়েছিল অস্থায়ী ঘর। শুক্রবার বেলা ২:৩০ টা নাগাদ সাব্রুমের মহকুমা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বনদপ্তরের উদ্যোগে এই এলাকা দখল মুক্ত করানো হয়।