চুরাইবাড়িঃ দুটি ই-রিক্সার ব্যাটারি চুরির অভিযোগে এক কুখ্যাত চোরকে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হল পুলিশে।ঘটনা উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অজিত দাস ও তার আত্মীয় অরুপ দাসের দুটি ই-রিক্সার আটটি ব্যাটারি একি বাড়ি থেকে চুরি যায়।সকালে ঘটনাটি প্রত্যক্ষ করলে ই-রিক্সার মালিকরা অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া ব্যাটারির কোন সন্ধান পাননি।পরে চুরাইবাড়ি থানায় লিখিত আকারে জানান ই-রিক্সার মালিকরা। এদিকে সোমবার বিকেল চারটা নাগাদ স্হানীয় এলাকার গ্রামবাসী শিমুল টিল্লা এলাকার নিয়াজ উদ্দিন পিতা আলমাস উদ্দিন নামের এক কুখ্যাত চোরকে আটক করে উত্তম মধ্যম দিলে সে ব্যাটারি চুরির কথা অকপটে স্বীকার করে।ধৃত চোর জানায়,তার সাথে স্হানীয় থানার ফুলবাড়ি এলাকার নাজিম উদ্দিন নামের অপর এক যুবক জড়িত ছিল।তারা বহুদিন যাবৎ ই-রিক্সার ব্যাটারি চুরি কান্ডে জড়িত।চুরি করা ব্যাটারি প্রেমতলা বাজার এলাকার এক দোকানে বিক্রি করা হয় বলেও জানায় সে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ।পুলিশ ধৃত চোরকে তাদের হেফাজতে নিয়ে সোমবার রাত থেকেই তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে জানা গেছে,চুরি যাওয়া ব্যাটারি সহ চোর চক্রকে জালে তুলতে ধৃত চোরকে পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ।