শান্তিরবাজারঃ
বর্ষ আসেনি এখনো। সবে মাত্র একপশলা বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এই এক পশলা বৃষ্টিতেই মাটির ঘর ভেঙ্গে পরে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধার। শান্তিরবাজার কুশারঘাট এলাকায় ঘটে এই ঘটনা ।
ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কুশারঘাট এলাকায় রেখা কালাই নামে এক বৃদ্ধার গায়ে তারই মাটির ঘর ভেঙ্গেপরে। এতে গুরুতর আহত হয় বৃদ্ধা। ঘটনার সঙ্গে সঙ্গে আহত বৃদ্ধাকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষনা করেন। চিকিৎসক জানান বৃদ্ধার মাথায় ও বুকে গুরুতর আঘাতের ফলেই উনার মৃত্যু হয়েছে। অপরদিকে পরিবারের লোকজন জানান উনাদের মাটির বসত ঘরটি বৃষ্টির জলে ভিজে গিয়ে নরম হয়ে পরে। এরই মধ্যে বৃদ্ধা ঘরের মাটি কাটতে গিয়ে উনার গায়ে মাটি ভেঙে এসে পরে। বৃদ্ধার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।