বিশালগড়ঃ মানসিক ভারসাম্যহীন এক যুবকের তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। হাতে অস্ত্র নিয়ে যাকে খুশী তাকেই মারধর করছে। ঘটনা বিশালগড় থানাধীন দূর্গানগর হাসানহোসেন পাড়ায়। অভিযোগ, মুজিবুর রহমান নামের যুবক কিছুদিন আগে বিদেশ গিয়েছিল। কিন্তু বিদেশে গিয়ে কোন লাভ হয়নি তার। দেড় লক্ষ টাকা খরচ করে কোন কাজে না লাগাতে পেরে, বাড়িতে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে মুজিবুর। বৃহস্পতিবার সকালে মুজিবুর হাতে রড নিয়ে গ্রামের মানুষকে তারা করতে থাকে। সাইফুল ইসলাম নামের এক পঞ্চায়েতের জিআরএসকে রাস্তা দিয়ে যাওয়ার পথে তার মাথায় আঘাত করে। এলাকাবাসীদের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। পরে মানসিক ভারসাম্যহীন মুজিবুরকে হাত পা বেঁধে আটকে রাখে এলাকাবাসী। পরে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ও বিশালগড় থানার পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। যুবক নিজেও আহত হয়। এই ঘটনায় এলাকায় ক্ষনিকের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।