দিল্লিঃ
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের জেরে বিরোধী জোটের ইঙ্গিত। কংগ্রেসের ডাকা বৈঠকে এবার যোগ দিল তৃণমূল। দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’-য় বিষয়টি উল্লেখ করেছে ঘাস-ফুল শিবির।
সোনিয়া পুত্রর লোকসভার সদস্য পদ খোয়ানোর তিনদিন পর অর্থাৎ সোমবার বিরোধীদের সঙ্গে কথা বলতে বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানেই দলের তরফে দু’জন প্রতিনিধি রয়েছে বলে জানিয়েছে তৃণমূল।
‘জাগো বাংলা’-য় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে লোকসভা ও রাজ্যসভা — দুই কক্ষেরই প্রতিনিধিকে পাঠানো হয়েছে। লোকসভার পক্ষ থেকে বৈঠকে যোগ দেন প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়। অন্যদিকে জহর সরকার রয়েছেন রাজ্যসভার তরফে।