আগরতলাঃ অবশেষে শেষ হল ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের রাজনীতি।শাসক দলের ৩২ ভোট পেয়ে অধ্যক্ষ নির্বাচিত হলেন বিশ্বনধু সেন। ত্রিপুরা বিধানসভার প্রথম অধিবেশনে প্রথমেই অধ্যক্ষ নির্বাচনে ভোটদান করেন নির্বাচিত বিধায়করা। বিরোধী বাম-কংগ্রেসের মনোনিত প্রার্থী গোপাল রায় পেয়েছেন সিপিএম কংগ্রেসের ১৪ ভোট। আর নিজেদের গোলকধাধার রাজনীতিতে নীতি নির্ধারনে এখন পর্যন্ত অক্ষম তিপ্রামথার বিধায়করা অধ্যক্ষ নির্বাচন থেকে বিরত থাকে। যদিও তিপ্রামথার ১৩ জন বিধায়কের ভোট পেলেও বিশ্ববন্ধু সেনকে হারাতে পারতেন না গোপাল রায়। নতুন অধ্যক্ষকে তাঁর আসন পর্যন্ত পৌছে দিতে এগিয়ে যান মুখ্যমন্ত্রী সহ বিরোধী বিধায়করা। পরে শুরু হয় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন।