তেলিয়ামুড়াঃ
তেলিয়ামুড়া মহকুমা জুড়ে বন্য হাতির সমস্যা নতুন কোন বিষয় নয়। তেলিয়ামুড়ার বেশ কিছু হাতি প্রবণ এলাকায় প্রায় প্রতিদিন বন্য দাতালে’র দল উপদ্রব চালায় এবং হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যুর খবরও রয়েছে পূর্বে। এরপরেও হাতির সমস্যা নিরসনে কোন প্রকার স্থায়ী ব্যাবস্থা গ্রহণ করছে না বনদপ্তর। আর এর থেকে ব্যাতিক্রম ছিল না গতকাল তথা মঙ্গলবার রাতও। মঙ্গলবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ১ ও অল্পবিস্তর আহত বেশ কয়েকজন। উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায়।
ঘটনার বিবরণ মূলে জানা যায়,, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন অর্থাৎ পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায় মঙ্গলবার গভীর রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যাক্তি, ও অল্পবিস্তর আহত হয় বেশ কয়েকজন। গুরুতর আহত ব্যাক্তির নাম অরুণ দেববর্মা। পরবর্তীতে এলাকার লোকজন এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ হাতির আক্রমনে গুরুতর আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে, বর্তমানে সেখানেই চলছে ওই ব্যাক্তির চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানা যায়,, হাতির আক্রমনে আহত ওই ব্যক্তির অবস্থা গুরুতর এবং অবস্থা অবনতির দিকে গেলে যে কোন সময় তাকে রাজধানী আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে। রাতের অন্ধকারে হাতির আক্রমণের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখনো তীব্র আতঙ্ক রয়েছে এলাকাবাসীদের মধ্যে।
অন্যদিকে, বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে বন্য হাতিদের গতিবিধির উপর নজর রাখার জন্য হাতির শরীরে রেডিও কলার লাগানো হচ্ছে। কিন্তু খোয়াই জেলা বনদপ্তরের একটি বিশ্বস্ত সূত্রে খবর,,, একটিও বন্য হাতির মধ্যে এখনো রেডিও কলার লাগানো হয়নি।।