ঋষ্যমুখঃ নির্বাচনত্তোর সন্ত্রাশ যেন থামতে চাইছে না। বিরোধী দলের নেতা কর্মীরা যেমন সন্ত্রাশের শিকার হচ্ছে তেমনি শাসক দলের নেতা কর্মীরাও রেহাই পাচ্ছে না এই সন্ত্রাশের হাত থেকে । সন্ত্রাশের ঘটনাকে ঘিরে শাসক বিরোধী উভয় দলই একে অপরের উপর অভিযোগ পাল্টা অভিযোগ তুলছেন। গতকাল রাতেও রাজনৈতিক প্রতিহিংসার শিকার দেশ কুমার ত্রিপুরা নামে এক জন BJP সক্রিয় কর্মী। ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের কৈলাস নগর এডিসি ভিলেজের দোভাষী পাড়া এলাকায় দেশ কুমার ত্রিপুরা উপর আক্রমনের ঘটনাটি ঘটে বলে জানা যায়। যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব শম্ভূ বোস অভিযোগ তুললো রাজকুমার ত্রিপুরা নামে এক সিপিএম কর্মীর উপর। তিনি বলেন রাজ কুমার ত্রিপুরাই নাকি অতর্কিত ভাবে লাঠি দিয়ে দেশ কুমার ত্রিপুরার মাথায় ও শরীরে আঘাত করে। এই আক্রমণের ফলে দেশ কুমার ত্রিপুরা গুরুতর আহত হয় । পরবর্তী সময়ে দেশকুমার ত্রিপুরাকে নিয়ে আসা হয় বিলোনিয়া মহাকুম হাসপাতালে। আহত দেশ কুমার ত্রিপুরার মাথায় আট সেলাই লাগে বলে জানা যায়। যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির নেতৃত্ব শম্ভূ বোস জানায়, বিজেপি সরকারকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র কারীরা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে। পরাজয় মেনে নিতে না পেরে, বামগ্রেস এই ধরনের হামলা হুজ্জুতি চালাচ্ছে বলে অভিযোগ করেন।