বিশালগড়ঃ চলে গেলেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম এর পিতা আবুল কাসেম। ১৫ মার্চ ২০২৩ রোজ বুধবার বিকাল সাড়ে চারটায় বিশালগড় দুর্গানগর হাসান হোসেন পাড়াস্থিত নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭২ । তিনি স্ত্রী দুই পুত্র দুই কন্যা পুত্রবধু জামাতা নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটছিলো। অবশেষে বুধবার বিকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সহসভাপতি সমীর ভৌমিক, সহসম্পাদক খোকন ঘোষ, জেলা প্রেস ক্লাবের সভাপতি উদয়ন চৌধুরী সহ সকল সদস্যরা প্রয়াতের বাসভবনে ছুটে যান। সাংবাদিকরা প্রয়াত আবুল কাসেমকে ফুল মালা এবং পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। শোকাহত সাংবাদিক তাজুল ইসলাম এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রাতে আত্মীয় পরিজন পাড়া পড়শীদের উপস্থিতিতে প্রয়াত আবুল কাসেমের অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়।