বিশালগড়ঃ নির্বাচনোত্তর সন্ত্রাস পরিদর্শনে রাজ্যে আসে বাম-কংগ্রেসের এক নির্বাচনী প্রতিনিধি দল। শুক্রবার তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস কবলিত স্থান পরিদর্শোন করেন। সন্ধ্যায় বিশালগড়ের নেহাল চন্দ্রনগরে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পরেন তারা। বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। সিপাহীজলা পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিনিধি দলের পরিদর্শোনের বিষয়ে আগে কোন অনুমতি কিংবা সংকেত দেওয়া হয়নি বলে বিবৃতি দেওয়া হয়েছে। ঘটনার বিবরণে কংগ্রেস প্রদেশ সভাপতি কি বলেছেন , শুনুন…