বিশালগড়ঃ বিদ্যালয়ের ভিতর অস্থায়ী বেসক্যাম্পে রহস্য মৃত্যু এক টিএসআর জোয়ানের। শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিট নাগাদ একটি গুলির শব্দে আতঙ্কিত হয়ে উঠে বিশালগড়ের নিচের বাজার সংলগ্ন এলাকা। স্থানীয় বিশালগড় টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ে টিএসআর জোয়ানদের একটি অস্থায়ী বেসক্যাম্প রয়েছে। পাশেই আরও একটি বেসরকারি বিদ্যালয় আছে। জানা যায় উক্ত বেসক্যাম্পের এক জোয়ানের আচমকাই নিজ রাইফেলের গুলিতে মৃত্যু হয়। প্রাথমিক ধারনায় ঘটনাটি আত্মহত্যা মনে হলেও এর পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে। মৃত জোয়ানের নাম বাবুল দেবনাথ (৪৫), পিতার নাম রাখাল দেবনাথ,বাড়ি সোনামুড়া মহকুমার গরুরবান্ধ এলাকায়। বাড়িতে স্ত্রী, এক পুত্র এবং একজন কন্যা সন্তান রয়েছে। শুক্রবারই বাড়ি থেকে ফিরে বেসক্যাম্পে যোগ দেয় বাবুল। দুপুরের খাবারের কিছুক্ষণ পরেই গুলির শব্দে বেড়িয়ে আসে সহকর্মীরা। ততক্ষনে তার ইনসাস রাইফেলের একটি গুলি তার মাথার ডান দিক চিড়ে বেড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জোয়ানের। তবে তার রাইফেলের মেগজিন বাইরে খোলা অবস্থায় ছিল। তাই আদৌ কি ইহা আত্মহত্যা নাকি রাইফেল পরিস্কার করতে গিয়ে দূর্ঘটনা নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে এই ঘটনায় তা তদন্ত সাপেক্ষ। মৃত জোয়ান টিএসআর প্রথম বাহীনিতে কর্মরত ছিলেন। তার রাইফেল নাম্বার ইনসাস-৩২২, বডি নাম্বার ১১৭২। তিনটি মেগজিনে ৬০ রাউন্ড গুলি ছিল তার কাছে। পরে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও টিএসআর এর উচ্চপদস্থ অফিসার এবং ফরেন্সিক টিম। পরে তার মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাজ্যে টিএসআর জোয়ানদের মৃত্যুর ঘটনা নতুন নয়। অনেক দিন পর হলেও বিশালগড়ে আবারও টিএসআর জোয়ানের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন তুলে ধরল প্রশাসনের কাছে। প্রশ্ন উঠছে নাগরিক সুরক্ষা নিয়েও।