চন্দ্রপুর,আগরতলাঃ নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত। বুধবার রাত্রিতে আগরতলার চন্দ্রপুর স্থিত বাজারে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৭ টিদোকান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন রাজ্য সরকার পুর নিগম। শুক্রবার ঐ সমস্ত ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার, ১০ নং ওয়ার্ডের কর্পোরেটর সুমা মজুমদার ও হয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্ত।