Home BREAKING NEWS “কাজের গতি বোঝালেন বিধায়ক, ২৪ ঘন্টার মধ্যে সাহায্য ক্ষতিগ্রস্থদের”

“কাজের গতি বোঝালেন বিধায়ক, ২৪ ঘন্টার মধ্যে সাহায্য ক্ষতিগ্রস্থদের”

by News On Time Tripura
0 comment
বিশালগড়

বিশালগড়ঃ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ক্ষতিগ্রস্থদের হাতে সরকারি সহযোগিতা পৌছে দিলেন বিধায়ক। বিশালগড়ের নেহাল চন্দ্রনগরে নাশকতার আগুনে পুড়ে গিয়েছিল ২০টি দোকান। ক্ষতিগ্রস্থ দোকানদারদের মধ্যে প্রায় প্রত্যেকেই দরিদ্র শ্রেনীর পরিবার। এই অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতের সেই অগ্নিকান্ডে সর্বশ্ব হারিয়ে পথে বসার উপক্রম ছিল এই পরিবারগুলির। ঘটনার দিনই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন নব নির্বাচিত বিধায়ক। আর বিলম্ব না করে কথা রাখলেন সুশান্ত দেব। শুক্রবার সকালেই নেহাল চন্দ্রনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসনিক সহায়তা নিয়ে পৌঁছলেন বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার নেহাল চন্দ্রনগর বাজারের নাট মন্দিরে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা হয়। এদিন বিশালগড় মহকুমা শাসকের আপৎকালীন তহবিল থেকে দোকান ভিটের মালিকদের ৫০০০ এবং ব্যবসায়ীদের ৩০০০ টাকা করে তাৎক্ষণিক সহায়তার চেক তুলে দেন বিধায়ক। এবং পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে সর্বোচ্চ সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ এলাকার জনপ্রতিনিধি এবং বাজার কমিটির সদস্যরা। বিধায়ক সুশান্ত দেব বলেন, যারা এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে এবং যারা দুষ্কৃতিকারী তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান বিধায়ক।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato