ধর্মনগর: আগুনে পুড়ে ছাই তিনটি বসত ঘর সহ একটি ফ্যাক্টরি।ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন ধর্মনগর শ্মশান কালীবাড়ি রোডে।দমকল কর্মী থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধর্মনগর শশ্মান কালীবাড়ি এলাকায় আগুন লাগার খবর আসে।তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।খবর পেয়ে কদমতলা থেকেও একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। তবে আগুন নেভাতে সেই ইঞ্জিনের কোন প্রয়োজন পড়েনি। দমকল কর্মী জানান,আগুনে তিনটি বসত ঘর সহ একটি ফ্যাক্টরি পুড়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকল কর্মী।তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে বলা যায় নি।ধর্মনগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।