Home BREAKING NEWS মাছ ধরতে গিয়ে আচমকা জলে তলিয়ে গেল ২ ব্যক্তি

মাছ ধরতে গিয়ে আচমকা জলে তলিয়ে গেল ২ ব্যক্তি

by News On Time Tripura
0 comment
কৈলাশহর

কৈলাশহরঃ ফিশারিতে মাছ ধরতে গিয়ে আচমকা জলে তলিয়ে গেল ২ ব্যক্তি একজন ঘটনাস্থলে প্রাণ হারায় অপর ব্যক্তিকে সংকটজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে কৈলাশহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। জানা যায় শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আফতাব আলী এবং ইয়াজিখাওরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সনর আলির পুত্র ওরা দুইজন হীরাছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বেলটিলা এলাকায় একটি ফিসারিতে মাছ ধরতে যায় সেই সময় মাছের জন্য জাল ফেললে আচমকা জলে পড়ে যান আফতাব আলী উনাকে বাঁচাতে গেলে সনর আলির পুত্র সেও জলে ডুবে যায়। এরপর চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসীরা এসে ঘটনাস্থলে ভিড় জমান উনারা খবর পাঠান কৈলাশহর অগ্নি নির্বাপক দপ্তরে ছুটে যায় কৈলাশহর অগ্নিনির্বক দপ্তরের কর্মীরা গিয়ে প্রথমে সনর আলীর পুত্র কে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে, নিয়ে আসে বর্তমানে সংকরজনক অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে মৃত আফতাব আলীকে কৈলাসহড় ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে আফতাব আলীর মৃতদেহ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। উক্ত ঘটনা কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato