বক্সনগরঃ বক্সনগর এ নির্বাচনী সন্ত্রাস অব্যাহত, দোকানপাট, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া, দোকান লুটপাট এবং ভাঙচুর হচ্ছে কোনোটাই বন্ধ নেই। শাসক দল বলছে এইসব করছে বিরোধীরা আর বিরোধীরা বলছে শাসক দল করছে এইসব কাজ, কিন্তু সর্বশেষ সাধারণ ব্যবসায়ী দোকানদারের কয়ক্ষতি প্রচুর পরিমাণে হচ্ছে, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ উত্তর কলমচৌড়া চৌমুনীবাজারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় সাত টি দোকান, বক্সনগরে ফায়ার সার্ভিস না থাকায় ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান গলির মধ্যে উল্লেখযোগ্য কীটনাশক দোকান, জেরক্স কম্পিউটার, সেলুনের দোকান, সবজি বিক্রেতার দোকান। তাছাড়া অন্যান্য দোকানগুলি থেকে জিনিসপত্র ভেঙ্গে চুরে বার করার সময় মাল লুটপাট হয়েছে এবং জিনিস নষ্ট হয়েছে, এখন সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত, ত পেটে লাথি পেরেছে তাদের সান্তনাদের । কোথায় পাবে ব্যবসার সুযোগ সুবিধা, কি করে ছেলে সন্তানদের নিয়ে বাঁচবে, এই অবস্থায় দিন গুজরান কি হবে। প্রশাসন থেকে ঘটা করে শান্তির মিটিং করেও এখন অশান্তির বাতাবরণ,শান্তি সম্প্রীতি নষ্ট হচ্ছে, সন্ত্রাসসৃষ্টি হচ্ছে এগুলি কি সাধারণ মানুষের কি করনীয়, সেটাই এখন প্রশাসন আরও শক্ত ভক্ত ভাবে পদক্ষেপ নেওয়ার একান্ত দরকার, আক্রমণের ফলে কয়েক জন গ্রেফতার ও হয়, কিন্তু আদালত থেকে জামিন পেয়ে যায়। গোটা বক্সনগর এলাকা জুড়ে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলীয় সন্ত্রাস কায়েম হচ্ছে বলে অভিযোগ, সবমিলিয়ে নির্বাচন সন্ত্রাসে আতঙ্কে গোটা এলাকায় দিন যাপন করছে সাধারণ জনগণ।