চন্ডিপুরঃ ফলাফল ঘোষনার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নির্বাচনত্তোর সন্ত্রাসের অভিযোগ আসছে। নানা স্থানে আক্রান্ত হচ্ছে বিরোধীদের বাড়িঘর। আবার কোথাও আকান্ত হচ্ছে শাসকদলের সমর্থকরাও। কিন্তু এই সন্ত্রাসের হিংসায় প্রভাবিত হলে এক সেনার পরিবার। দেশ রক্ষায় নিয়জিত আসাম রাইফেলসে কর্মরত এক সৈনিক এর বাড়িতে দুষ্কৃতীদের হামলা। ঘটনার বিবরণে জানা যায় 2 মার্চ নির্বাচনের ফল ঘোষণার পর রাতেই চন্ডিপুর বিধানসভার অন্তর্গত পেঁছারড়র এলাকায় আসাম রাইফেল সৈনিক অজিত কুমার সিনহার বাড়িতে রাত ৮ টা নাগাদ প্রায় একশ থেকে দেড়শো দুষ্কৃতিকারীরা মদমত্ত অবস্থায় প্রথমে উনার বাড়ির সামনে বাজি পাটকা ফাটায় এরপর দা, কাছি, বল্লম, লাঠি, রড দিয়ে তাণ্ডব চালায় তার বাড়িতে, বাড়ীর বাউন্ডারী ভেঙে দরজা জানালা, আসবাপত্র, দোকান পাট ভেঙে গুরিয়ে দেয়, সাথে একটি বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এমনকি পরিবারের সকলকে মারধর করে, বাদ যায়নি মহিলারাও। অভিযোগ শ্লীলতাহানির শিকার হয় এক মহিলা। পরে এলাকাবাসীরা প্রতিরোধ গড়ে তুলে এবং ঘটনার সাথে সাথেই খবর দেওয়া হয় কৈলাশহর থানায় । কৈলাশহর থানার পুলিশ আসার পরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কৈলাশহর থানার পুলিশ পরিবারের দুই সদস্যকে আত্মরক্ষার জন্য নিয়ে যায়। কিন্তু পরবর্তী সময়ে তাঁদেরকেই কোর্ট এ পেরন করে জেলে ভরে দেয়। আর আশ্চর্যজনক বিষয় হামলাকারীরা এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সোমবার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ ব্যক্ত করে বলেন কি বললেন সেই জওয়ান, শুনুন …