খোয়াইঃ
চারিদিকে সন্ত্রাস দমনে খোয়াইয়ের পশ্চিম সিঙ্গিছড়ার ভাগ্যটিলাতে পুলিশ ও প্রশাসনের শান্তি স্থাপনের প্রয়াস।
খোয়াইয়ের অতি স্পর্শকাতর এলাকাগুলোতে পুন:রায় শান্তি স্থাপনের লক্ষ্যে সোমবার থেকে শুরু হয়েছে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে শান্তির প্রতিষ্ঠার বৈঠক ।সোমবার বিকেলে খোয়াইয়ের ভাগ্যটিলা গ্রামে শান্তি স্থাপনের বার্তা নিয়ে প্রতিটি মানুষের বাড়িতে যান খোয়াই থানার ওসি রাজকুমার জমাতিয়া, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস এবং গ্রামের প্রবীণ ব্যক্তিত্বরা। গ্রামের উত্তপ্ত পরিস্থিতি নিরসনে উনারা প্রত্যেকটি মানুষের সঙ্গে কথা বলেন। পরে গ্রামের সকল অংশের মানুষদের নিয়ে গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি শান্তি সভাও করেন তারা। থানার ওসি রাজকুমার জমাতিয়া জানান ভাগ্যটিলা গ্রামের সকল অংশের মানুষ প্রশাসনের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং তারা গ্রামে শান্তি স্থাপনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।