ধর্মনগর:- ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে প্রানঘাতী হামলা।আহত দোকান মালিক ও এক কর্মচারী।ঘটনা উত্তর জেলার বাবুরবাজার সংলগ্ন এলাকায়।জানা গেছে,শনিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী বিল্লু মোদকের দোকানে ঢুকে একদল দুষ্কৃতী ছুরি, দা, লোহার রড নিয়ে বিল্লুর উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হন বিল্লু ওতার দোকানের এক কর্মচারী। আহত দোকান মালিক জানান,প্রতিদিনের মতো শনিবার দুপুরে তিনি দোকানে বসে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তিনটি বাইকে করে ছয় যুবক হেলমেট পড়ে তার উপর ছড়াও হয়। তিনি অভিযোগ ছুড়েন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই ঘটনার সম্পূর্ণ ভিডিও সিসি ক্যামেরায় বন্দি হয়েছে। তিনি জানিয়েছেন,তার হাত ও পেট কেটে গেছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। তারপর আহতদের নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। সম্প্রতি ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।