উদয়পুরঃ উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন উত্তর শালগড়া চৌমুনী বাজার এলাকায় গত মঙ্গলবার কালি মূর্তি দুটি হাত ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নতুন কালীমূর্তি প্রদান সহ মন্দিরের নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে উদয়পুর- শালগড়া সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার লোকজন এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। শুক্রবার সকাল ৯ টা থেকে চলে এই অবরোধ।