Home BREAKING NEWS সন্ত্রাস কবলিত নেহাল চন্দ্রনগরে বিজেপি প্রতিনিধি দল

সন্ত্রাস কবলিত নেহাল চন্দ্রনগরে বিজেপি প্রতিনিধি দল

by News On Time Tripura
0 comment
বিশালগড়

বিশালগড়ঃ ভোটগ্রহণের দিন রাতে বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শনে এলেন রাজ্য এবং জেলা বিজেপির এক প্রতিনিধি দল। সোমবার দুপুরে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের নেতৃত্বে এক প্রতিনিধি দল আক্রান্তদের বাড়িঘর পরিদর্শন করে। উক্ত প্রতিনিধি দলে জসীম উদ্দীন ছাড়াও ছিলেন বিজেপির প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা, সিপাহীজলা উত্তর জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মন্ডল সাধারণ সম্পাদক তপন দাস সহ অন্যান্যরা। এদের নেতৃত্বরা প্রথমে নেহাল চন্দ্রনগর বাজারে এসে চলে যান আক্রান্ত বিজেপি কর্মী প্রীতম দাসের বাড়িতে। নেতৃত্বরা কথা বলেন আক্রান্তদের সাথে। পরে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে নেতৃত্বরা বলেন, সিপিএম এবং সিপিএমের দোসর কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে আগামী 2রা মার্চ পুনরায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচনে কাউন্টিং এজেন্ট তারা খুঁজে পাচ্ছে না। তাই কর্মীদের মনোবল জোগাতে জায়গায় জায়গায় সন্ত্রাস করছে। এই ধরনের ঘটনাবলী ক্রমাগত চলতে থাকলে আগামী দিনে প্রতিরোধ এবং প্রতিশোধ নেবে বিজেপির কর্মীরা বলে হুশিয়ারি দেন নেতৃত্বরা।

You may also like