চড়িলামঃ সন্ত্রাস দমনে এবং এলাকায় শান্তি স্থাপনে মহকুমা শাসকের উদ্যোগে এলাকার সব কয়টি রাজনৈতিক দলের নাতাদের নিয়ে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় । আর সেই শান্তি বৈঠকের পরের দিনই একই এলাকায় আক্রান্ত বিজেপি পুলিং এজেন্ট। চড়িলাম বিধানসভার লালসিংমুরা, রামছড়া, শিখরিয়া সহ একাধিক এলাকায় ভোটের রাতে রাজনৈতিক সন্ত্রাসের কিছু বিক্ষিপ্ত ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়। আর সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মহকুমা প্রশাসনের উদ্যোগে শান্তি বৈঠক করা হয়। কিন্তু আদৌ কি কাজে এল এই শান্তি বৈঠক।কারন শান্তি বৈঠকের পরের দিনই আক্রান্ত হল এক বিজেপি নেতা। অভিযোগ স্থানীয় তিপ্রামথার উশৃংখল কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয় রবিবার শান্তি বৈঠকের পর এলাকায় শান্তির বার্তা পৌছে দেবার জন্য মাইকিং করতে গিয়েও তিপ্রা মথা কর্মীদের হাতে আক্রান্ত হয় মহকুমা শাসক অফিসের কর্মীরা। কোন মতে প্রানে বেচে বিশালগড় পৌঁছায় তারা। এর মধ্যে সোমবার রতন দেব্বর্মা নামে এক বিজেপি পুলিং এজেন্টকে মারাত্মক ভাবে আক্রমণ করে মথার কর্মীরা। চড়িলাম বিধানসভার সুতারমুড়া গগন সর্দার পাড়ায় এই ঘটনা। অভিযোগ বিজেপি করার অপরাধেই তাঁর উপর এই আক্রমণ। চড়িলামের ৬ নং বুথের বিজেপির পুলিং এজেন্ট ছিল রতন। একদিকে তিপ্রামথার নেতাদের শান্তি বৈঠকে অংশ গ্রহন এবং শান্তির বার্তায় সামিল হওয়া। আর অন্যদিকে একই এলাকায় আবারো এই সকল ঘটনা ঘটে যাওয়া অবশ্যই এলাকায় নেতাদের গ্রহনযোগ্যতা এবং সর্বপরি দলের কর্ম পদ্ধতির উপর প্রশ্ন তুলছে। যদিও ২৩ এর নির্বাচনের প্রচারে সব কয়টি স্থানেই শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মথা সুপ্রীমো প্রদ্যুত কিশোর দেব্বর্মা।