চড়িলামঃ
সন্ত্রাস রুখতে এক মঞ্চে শাসক-বিরোধী। লালসিংমুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি ফিরিয়ে আনতে অবশেষে শান্তি বৈঠকের আয়োজন করল বিশালগড় মহকুমা প্রশাসন। রবিবার দুপুরে লালসিংমুড়া বাজার সংলগ্নে অবস্থিত পঞ্চায়েত অফিসের সামনে অনুষ্ঠিত হয় এই শান্তি বৈঠকটি। উক্ত শান্তি বৈঠকে প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষন দাস, মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, চড়িলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক রূপন দাস, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা, বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কংগ্রেস দলের পক্ষে গোপীনাথ সাহা, সিপিআইএমের প্রনয় সিনহা, তিপ্রামথা দলের বিশ্বজিৎ দেব্বর্মা এবং বিজেপি দলের সুমন দেবনাথ উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন এলাকার বরিষ্ঠ নাগরিক নিতাই দাস। বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বরা এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সাধারন মানুষের নিকট আহ্বান রাখেন এবং যেহেতু উভয় পক্ষ সম্মিলিত ভাবে এই উক্ত হিংসার ঘটনার মীমাংসা করে ফেলেছেন তাই যাদের নামে মামলা লিপিবদ্ধ করা হয়েছে উক্ত মামলা গুলি প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখেন।
উক্ত বৈঠকে সকলের শেষে বক্তব্য রাখেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষন দাস। তিনি বলেন গত ১৪ এবং ১৬ ফেব্রুয়ারি যেই হিংসার ঘটনাটি সংগঠিত হয়েছে তা সম্পুর্নই গুজবের উপর ভিত্তি করে হয়েছে। এই গুজব রটানোর পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে প্রশাসন তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। তাই আগামীতে যেন কেউ গুজবের উপর ভিত্তি করে কোনও পদক্ষেপ গ্রহন না এই বিষয়ে সতর্ক করে দেন মহকুমা শাসক বিনয় ভূষন দাস।
এদিনের এই বৈঠক শেষে প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা সহ স্থানীয় এলাকাবাসীরা একত্রিত হয়ে গোটা লালসিংমুড়া বাজার পরিদর্শন করে সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান