বিশালগড়ঃ সভ্য জগতে এই ভাবে সাধারন মানুষের উপর আক্রমন চালানো যায়, এটা জঙ্গলের রাজত্বের উদাহরণ। রবিবার বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগরের সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করে ঠিক এই ভাবেই রাজ্যের শাসক দলকে আক্রমন করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। উল্লেখ্য, গত 16 ফেব্রুয়ারি রাতে নেহালচন্দ্রনগর বীরচন্দ্রপাড়া এলাকায় দুই সিপিএম এবং বিজেপি দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে ছিল। এই সংঘর্ষে এলাকার নয়টি বিরোধী দলের পরিবারের ব্যপক আক্রমণ চালানো হয়েছিল। গাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার লুটপাট, উত্তম পাল নামে এক বাম কর্মীকে মারধর অভিযোগ উঠে। অভিযোগের তীর শাসক দল আশ্রিত দুর্বৃত্তদের উপর। পাল্টা আক্রমনে আক্রান্ত হয় শাসক দলের ৬ জন কর্মী। রবিবার আক্রান্তদের বাড়িঘর ঘুরে দেখে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আক্রান্তদের পাশে আছেন বলে আশ্বাস দেন। পরিদর্শন শেষে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, শাসক দল এক প্রকার হতাশায় দিন কাটাচ্ছেন। দু তারিখের পর মন্ত্রী মিনিস্টার সিকিউরিটি পেয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে নেবেন, কিন্তু যারা নেতা মন্ত্রীদের কথায় এলাকায় হামলা চালাচ্ছেন, তাদের কি হবে সেটা ভাবার জন্য আগামী দু তারিখ পর্যন্ত সময় দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ২রা মার্চ রাজ্যে বাম ও কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলেও স্পষ্ট জানিয়ে দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তাছাড়াও এদিনের এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন।