বিশালগড়ঃ বিশালগড় পৌর পরিষদ সংলগ্ন মালু মাস্টারের বাড়ী থেকে পালসার ১৫০ বাইক চুরি বিশালগড় থানায় দারস্ত মালিক রবিবার সন্ধ্যা সাতটায়, জানাযায় বিশালগড় পূর্ব লক্ষ্মী বিল এলাকার যুবক সাগর পাল অন্যান্য দিনের মতো রবিবার সকাল সাতটায় বিশালগড় পৌর পরিষদ সংলগ্ন মালু মাস্টারের বাড়িতে TR07D6565 নাম্বারে পালসার ১৫০ বাইকটির রেখে কাজের সন্ধানে বেরিয়ে পড়েন। সারাদিন কাজ শেরে বাড়ি যাওয়ার পথে সন্ধ্যা সাতটায় মানু মাস্টারের বাড়িতে বাইকটি নিতে যাই যুবক সাগর পাল গিয়ে দেখেন উনার কালচার বাইকটি নেই তন্ন তন্ন করে এলাকায় খোঁজাখুঁজি করার পরও বাইকটি ফিরে না পেয়ে বিশালগড় থানায় দারস্ত হলেন চুরি হয়ে যাওয়া বাইকের মালিক সাগর পাল। দ্রুত বাইকটি খুঁজে বের দাবিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন।