Home BREAKING NEWS সরব প্রচারের শেষদিকে উত্তপ্ত চড়িলাম

সরব প্রচারের শেষদিকে উত্তপ্ত চড়িলাম

by News On Time Tripura
0 comment
লালসিংমুড়া

লালসিংমুড়াঃ সরব প্রচারের শেষের দিকে চড়িলামের লালসিংমুড়া বাজারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। বিজেপি এবং তিপ্রামথার সংঘর্ষে মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। নিজেকে শান্তির দূত বলে দাবি করা প্রদ্যুতের জনসভাকে কেন্দ্র করে চড়িলাম বিধানসভার লালসিংমুড়া বাজার তছনছের অভিযোগ। অভিযোগের তীর তিপ্রা মথার দিকে। ঘটনা মঙ্গলবার দুপুরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের জনসভা শেষ করে কর্মী সমর্থকেরা ঘরে ফেরার সময় লালসিংমুড়া বাজারে পৌঁছে পথ চলতি সাধারণ মানুষকে বেধড়ক মারধর করে। তাদের মার এর হাত থেকে রেহাই পায়নি বিশালগড় বাজারের এক প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী প্রহ্লাদ পাল, দীপ ভৌমিক এর মতো বহু সাধারণ মানুষ। মথার সমর্থকরা এতটাই বেপরোয়া ছিল যে, আহতদের উদ্ধার করতে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করতে যেতে চাইলে তাদেরকেও আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সিপাহীজলা জেলা পুলিশের উচ্চ পদস্থ অধিকারীকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের একে একে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে তিপ্রামথার পক্ষ থেকে অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপির উপর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে প্রদ্যুৎ কিশোর। শেষ খবর পর্যন্ত এই ঘটনায় বিজেপি-তিপ্রা মথা কর্মী, সাধারন মানুষ সহ আহত হয়েছে ৭ জন। একাধিক দোকানপাট, গাড়ি, বাইক ভাংচুর করা হয়। তিপ্রামথার পক্ষ থেকে লিখিত মামলা হয়েছে বিশালগড় থানায়। উক্ত ঘটনায় গুরুতর আহত তিনজনক রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। তবে পর পর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি চড়িলাম বিধানসভায়।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato